Uncategorized

৩ মিনিটে নিলেন ৩ কোটি, গোপনে যা করলেন এই লাস্যময়ী নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড সেলিব্রেটিরা উপার্জনের দিক দিয়ে বড় বড় কর্পোরেট অফিসারদেরও লজ্জায় ফেলেন। ফিল্ম বা আইটেম সং এর মাধ্যমে তারা যে টাকা উপার্জন করেন তা নেতা মন্ত্রীদেরও লজ্জায় ফেলে দেন। এরই মধ্যে এমনই এক লাস্যময়ী বলিউড অভিনেত্রী রয়েছেন, যিনি মিনিটে ১ কোটি টাকা চার্জ করেন! সম্প্রতি এই খবর চর্চার বিষয় হয়ে উঠেছে।

ঊর্বশী

আসলে, অভিনেত্রী ও মডেল ঊর্বশী রাউটেলার কথা বলা হয়েছে। এখন আয়ের দিক দিয়ে তিনি বলিউডের বড় বড় তারকাদেরও পেছনে ফেলেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ারও কম নয়। প্রায় ৬৭ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে ঊর্বশীকে ফলো করেন। তিনি বিভিন্ন সময়ে তার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্কে থেকেছেন।

আগামী দিনের দক্ষিণী সুপারস্টার পবন কল্যাণের সঙ্গে BRO ছবিতে তাকে দেখা যাবে। এই বহু প্রতীক্ষিত ছবিটিতে একটি আইটেম গানে পারফর্ম করেছেন ঊর্বশী। একটি সংবাদ সূত্রে জানা গেছে, এই আইটেম ডান্সের জন্য ৩ কোটি টাকা চার্জ করেছেন। আর এই নাচটা মাত্র তিন মিনিটের। অর্থাৎ প্রতি মিনিটে এক কোটি টাকা নিয়েছেন ঊর্বশী।

এর আগে সুপারস্টার চিরঞ্জীবীর একটি ছবিতে আইটেম গানেও পারফর্ম করেছেন তিনি। অখিলের এজেন্ট ছবিতেও আইটেম ডান্স করেছিলেন। BRO ছবিতে আইটেম ডান্সের জন্য ঊর্বশীর এই পারিশ্রমিক কতটা তা অনুমান করা যায়, যেখানে বলিউডের বড় বড় অভিনেত্রীরা ২-৩ ঘন্টার একটি সম্পূর্ণ ছবির জন্য ২ থেকে ৫ কোটি টাকা পান।

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

শুধু এখানেই শেষ নয়, ঊর্বশী ইনস্টাগ্রামে একটি পোষ্টের জন্য ৩ থেকে ৩.৫ কোটি টাকা চার্জ করেন। ঊর্বশীর বর্তমান সম্পত্তির পরিমাণ ৬ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৫০ কোটি টাকা। এছাড়া তিনি এদিক সেদিক করেও মাসে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা আয় করেন। উল্লেখ্য, ২০১৩ সালে সানি দেওলের বিপরীতে ‘সিং সাব দ্য গ্রেট’ ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন ঊর্বশী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button