
এশিয়া কাপে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে শ্রীলংকা। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা।
আজ মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের লাহারে খেলবে দুদল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
এ ম্যাচ দুদলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সুপার ফোরে উঠতে শ্রীলংকার জিতলেই চলবে। তবে আফগানিস্তানের বড় ব্যবধানে জিতে তবেই পরের পর্বে যেতে হবে।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী।
শ্রীলংকা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরিানা।