Uncategorized

পর্নোকাণ্ড নিয়ে বায়োপিক নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন রাজ কুন্দ্রা: যা বললেন শিল্পা শেঠী – The Dhaka Times

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রার ২০২১ সালে পর্নো ভিডিও তৈরি ও তা প্রকাশ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ান। যে কারণে দীর্ঘ ৬৩ দিন তাকে কারাগারেও কাটাতে হয়।

পর্নোকাণ্ড নিয়ে বায়োপিক নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন রাজ কুন্দ্রা: যা বললেন শিল্পা শেঠী 1

সেই ঘটনা নিয়ে এবার বায়োপিক নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন রাজ কুন্দ্রা। শোনা যাচ্ছে যে, বায়োপিকে রাজ কুন্দ্রার চরিত্রে অভিনয় করবেন রাজ কুন্দ্রা নিজেই। এরমাধ্যমে বলিউডেও অভিষেক করতে যাচ্ছেন নিজেকে।

এই বায়োপিক সম্পর্কে প্রশ্ন করার পর স্বভাবতই অস্বস্তিতেই পরেন এই বলিউড সুন্দরী অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রার বায়োপিক সম্পর্কে প্রশ্ন করা হয় শিল্পাকে। প্রশ্ন এড়িয়ে না গেলেও সরাসরি এড়িয়ে না গিয়ে শিল্পা বলেন, ‘এই বিষয়ে আমার কিছুই বলার মতো জায়গায় নেই।’ -বর ইন্ডিয়া এক্সপ্রেসের।

কারাগার থেকে মুক্তি পেলেও রাজ কুন্দ্রা কিন্তু সেই অন্ধকার সময়ের কথা ভুলতে পারেননি। তাইতো নিজেই পরিকল্পনা করেন এই ঘটনা বড় পর্দায় তুলে ধরবেন। তবে এই বায়োপিকে কে কে অভিনয় করছেন ও পরিচালক কে হচ্ছেন তা এখনও জানানো হয়নি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র:




Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button