
ভারতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং না আসার খবরে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ সদস্য দেশগুলোর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষনেতারা উপস্থিত হবেন।
শি জিনপিং নয় চীনের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। এমন খবরে হতাশা প্রকাশ করে জো বাইডেন বলেছেন, আমি তাকে (শি জিনপিং) দেখার জন্যই ভারতে যাচ্ছি।
গত বছর ইন্দোনেশিয়ায় শীর্ষ সম্মেলনে দুই নেতার শেষ দেখা হয়েছিল।