
৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:২৮
অনলাইন ডেস্ক

মার্কিন-নির্মিত উইলার্ড সি ফোর্সের চারটি নৌযান
রাশিয়ান নৌ বাহিনী সোমবার ভোরে মার্কিন তৈরি চারটি সামরিক নৌযান ধ্বংসের দাবি করেছে। ওই নৌযানে ইউক্রেনের সেনারা ছিলেন।
এক টেলিগ্রাম পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ক্রিমিয়ার উত্তর-পশ্চিম উপকূলে কেপ টারখানকুটের দিকে যাওয়ার সময় মার্কিন-নির্মিত উইলার্ড সি ফোর্সের চারটি নৌযান প্রতিহত করা হয়েছে।
ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপে ইউক্রেনের হামলা বেড়েছে। রাশিয়া দাবি করেছে, তারা বেশ কয়েকটি হামলার চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।
গত বুধবার, রাশিয়া দাবি করেছে যে তারা কৃষ্ণ সাগরে বিশেষ ইউক্রেনের চারটি সামরিক নৌযান ধ্বংস করেছে।
কিয়েভ বলেছে, ইউক্রেনীয় বাহিনী ক্রিমিয়ায় রাশিয়ান সামরিক স্থাপনার বিরুদ্ধে এখন পর্যন্ত তাদের সবচেয়ে জটিল এবং উচ্চাভিলাষী অভিযান পরিচালনা করেছে। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল