

লাস্টনিউজবিডি, ০৪ সেপ্টেম্বর: শনিবার রাত ২টা। আড়াই বছর বয়সী ছেলে রবিউল মিয়া ও ২১ দিনের শিশু শিশু নুসরাত জাহান ফাতেমাকে নিয়ে একই খাটে ঘুমিয়েছিলেন বাবা-মা। ভোরে মেয়েকে দুধ খাওয়ানোর জন্য উঠে দেখেন খাটে শিশুকন্যা নেই এবং ছাপরা ঘরের জানালা খোলা। এরপর খোঁজাখুজি করেও মেয়ে না পেয়ে পুলিশে অভিযোগ করেন তারা।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জে। শিশুটির বাবা ওই এলাকার বাসিন্দা মো. বাবুল মিয়া। এ ঘটনায় রোববার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, গত শনিবার রাত ২টার দিকে আড়াই বছর বয়সী ছেলে রবিউল মিয়া ও একুশ দিনের নুসরাতকে নিয়ে একই খাটে ঘুমিয়েছিলেন ওই দম্পতি। ভোরে মেয়েকে দুধ খাওয়ানোর জন্য উঠে মা দেখেন খাটে তার শিশু নেই এবং ছাপরা ঘরের জানালা খোলা। এরপর থেকে খোঁজাখুজি করে কোনো সন্ধান না পাওয়ায় পুলিশে জানান তারা।
শিশুটির বাবা বাবুল মিয়া জানান, মেয়ে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তার স্ত্রী।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান জানান, এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ