Uncategorized

প্রেমের টানে বাংলাদেশী যুবক গেলেন ভারত, তারপর যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক : আবদুল সুফিয়ান নামে বাংলাদেশি এক যুবক প্রেমের টানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। তাকে সহযোগিতার জন্য সঙ্গে আসেন রুবা আখতার নামে এক বান্ধবী। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে। রিমান্ডে নিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

রিমান্ডে বাংলাদেশি যুবক

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেমিক আবদুল সুফিয়ানের হাত ধরে বাংলাদেশে ঘর সংসার করার স্বপ্ন ছিল ভারতের পশ্চিমবঙ্গের এক কিশোরীর। মূলত তাকেই দেশে নিয়ে আসতে ভারতে প্রবেশ করেছিলেন ওই বাংলাদেশি প্রেমিক। তার হাত ধরে ঘর ছাড়েন ভারতীয় ওই তরুণী। কিন্তু কিশোরীর পরিবারের অভিযোগ তার বয়স ১৬ এবং সে নাবালিকা।

কিশোরীর পরিবারের অভিযোগ, কিশোরীকে ‘অপহরণের’ চেষ্টা করছিল ওই বাংলাদেশি যুবক। এমন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। আর প্রেমের আড়ালে ওই কিশোরীকে ‘পাচারের’ অভিযোগে দুই বাংলাদেশি যুবক ও কিশোরী গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে আট মাস আগে সুফিয়ানের সঙ্গে পরিচয় হয় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার ওই তরুণীর। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। বাংলাদেশ গিয়ে ঘরসংসার পাতার স্বপ্নে বিভোর হয়ে যায় ওই কিশোরী। ২৭ আগস্ট ‘নিখোঁজ’ হয়। পরদিন কুমারগ্রাম থানা পুলিশের কাছে এ বিষয়টি লিখিতভাবে জানায় তার পরিবার। এরপরই তার খোঁজে নামে আলিপুরদুয়ার জেলা পুলিশ। পুলিশের ধারণা- পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে ওই কিশোরী।

পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে আসামে তার অবস্থান শনাক্ত করে। সুফিয়ান ও রুবা আখতারকে বুধবার মেঘালয়ের শিলং থেকে আসা একটি বাস থেকে আটক করে পুলিশ। বাসটি থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। তাদের তিনজনকেই আলিপুরদুয়ার জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশ ও ফুসলিয়ে অপহরণের মামলা করে এবং শনিবার আলিপুরদুয়ার জেলা দায়রা ও জজ আদালতে পাঠায়। আদালত অভিযুক্তদের ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

শাড়ি পরে নেট দুনিয়ায় ঝড় তুললেন পেশিবহুল এই দেশি গার্ল

তবে পাচারের অভিযোগ মিথ্যা দাবি করেছেন আবদুল সুফিয়ান। তিনি বলেন, ‘ওই মেয়েটি আমার সঙ্গে ঘুরতে গিয়েছিল। পাচার করার অভিযোগ সত্য নয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button