Uncategorized

উখিয়ায় ৪ বছরের অপহৃত শিশু উদ্ধার, গ্রফতার ৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ বছরের শিশু অপহরণের ঘটনায় মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া কয়েক ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় শিশুকে উদ্ধার করা হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল।

জানা যায়, গত বুধবার (৩০ আগস্ট) সকাল ১১ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৬ থেকে মাত্র ২০ টাকার লোভ দেখিয়ে মোঃ সাদেক (২৩) চার বছরের শিশুকে অপহরণ করে। এবং তাকে সেখান থেকে নিয়ে যায় টেকনাফ মুচুনি রেজিস্ট্রার ক্যাম্পের পিছনের পাহাড়ে। সেখানে শিশুটির ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। ভয়ে নির্বাক হয়ে পড়ে শিশুটি। ২ লক্ষ টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি প্রদান করা হয়।

বিভিন্ন সোর্সের মাধ্যমে বিষয়টি গতকাল উখিয়া থানা পুলিশের কাছে খবর আসলে তারা দ্রুত টেকনাফ থানা পুলিশকে সাথে নিয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করে। এরই মধ্যে পরিবারের কাছে আসতে থাকে শিশুটিকে হত্যার হুমকি।শিশুটির মা বাবা মানুষের কাছে সাহায্য চেয়ে ৪৫ হাজার ৭০০ টাকা জোগাড় করতে সক্ষম হয়। তবে এই টাকায় অপহরণকারীরা ছেড়ে দিতে রাজি হয় না।

গভীর রাতে বিভিন্ন কলাকৌশল ব্যবহার করে জামতলী থেকে গ্রেফতার করা হয় ঘটনার মূলহোতা সাদেককে। তার তথ্যমতে মুচুনী সি ব্লকের হোসেন নামে এক ব্যাক্তির ঘর থেকে শিশুটিকে উদ্ধার হয়। অপহরণ চক্রের সাথে জড়ি মোহাম্মদ ফয়সাল (২১) এবং মহিলা সদস্য রোকসানা (১৬) কে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়টি তারা স্বীকার করে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয় অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button