Uncategorized

নেপালে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর


২০২৩ সেপ্টেম্বর ০৩ ১২:০৩:৪৪

নেপালে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : নেপালে অবস্থিত ঢাকা দূতাবাস বাংলাদেশি পর্যটকদের জন্য সুখবর দিয়েছে। জানিয়েছে, বাংলাদেশি পর্যটকদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থা চালু করেছে নেপাল।

নেপালে বাংলাদেশীদের জন্য বিনামূল্যে অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা রয়েছে। নেপাল দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পর্যটকদের এর জন্য আবেদন করতে হবে। সাধারণত এই ভিসা একদিনের মধ্যে পাওয়া যায়। বাংলাদেশি পর্যটকদের জন্য এই ভিসা ব্যবস্থা সহজ করা হচ্ছে।

ঢাকায় নেপাল দূতাবাসের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে যাওয়ার জন্য সব বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা প্রতিস্থাপন করা হয়েছে। তাদের আর হাতে লেখা ভিসা দেওয়া হবে না।

তবে ভিসা আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য পূর্বশর্ত, প্রয়োজনীয় নথি বা নথি জমা অপরিবর্তিত রয়েছে। এই ভিসার জন্য আবেদন করার সময় পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, পাসপোর্ট দিতে হবে।

শেয়ারনিউজ, ০৩ সেপ্টেম্বর ২০২৩



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button