Uncategorized

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃদু জ্বর নিয়ে সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, বর্তমানে সোনিয়া গান্ধী চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

চলতি বছর এর আগে সোনিয়া গান্ধী দুইবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ১২ জানুয়ারি ভাইরাল শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিত্সার জন্য স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া। তিনি ছাড়া পেয়েছিলেন ১৭ জানুয়ারি।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

পরবর্তী সময়ে একই হাসপাতালে গত ২ মার্চ জ্বর নিয়ে ভর্তি হন তিনি। সম্প্রতি সোনিয়া গান্ধী বিরোধীজোট ইন্ডিয়ার এক বৈঠকে মুম্বাইয়ে গত ৩১ আগস্ট হাজির হয়েছিলেন। সেইসময় উপস্থিত ছিলেন তার ছেলে কংগ্রেস এমপি রাহুল গান্ধী।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button