Uncategorized

যশোরে চাঁদা না দেওয়ায় অভিযোগে হামলার ঘটনায় মামলা

যশোরের মণিহার সিনেমা হলের তৃতীয় তলার ভবনে ডিসি ক্যান্টিনের মালিকের কাছে চাঁদা না পেয়ে হামলা ও মারপিটের অভিযোগে আদালতে মামলা হয়েছে। রোববার ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠান মালিক এবিএম কামরুজ্জামান বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে আদালতে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন, শহরের মোল্যাপাড়ার মোল্যা ফারুক আহম্মেদ, নীলগঞ্জ এলাকার আব্দুর রশিদ, হুশতলার তৈয়বুর রহমান, বলাডাঙ্গা কাজীপুরের সবুজ দাস, বারান্দীপাড়া লিচুতলার ইউসুফ। নাজির শংকরপুরের মনির হোসেন ও ঝুমঝুমপুর নিরিবিলি পাড়ার ফয়সাল হোসেন।

মামলায় বাদী উল্লেখ করেন, ১৯৮৪ সাল থেকে তারা মনিহার সিনেমা হলের তিন তলায় ডিসি ক্যান্টিন নামে একটি প্রতিষ্ঠান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। বাবা আব্দুল মালেকের মৃত্যুর পর তিনিই ব্যবসা প্রতিষ্ঠান দেখা শুনা করছেন। এছাড়া মনিহার কমপ্লেক্সে আরও দুইটি প্রতিষ্ঠান তার রয়েছে। আসামিরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ। মনিহার এলাকার বিভিন্ন দোকান থেকে তারা চাঁদা আদায় করে থাকে। এছাড়া মনিহার কর্তৃপক্ষের সাথে বাদীর একটি মামলা চলছে। এ সুযোগে আসামিরা প্রতিনিয়ত চাঁদা আদায় করে আসছিলো। এরমাঝে গত ২৩ আগস্ট তারা এসে দুই লাখ টাকা চাঁদাদাবি করে। তার ভাগ্নে রিফাত হোসেনকে রড দিয়ে মারপিট করে। সর্বশেষ গত ২৮ আগস্ট রাত ৯টা ৪২ মিনিটে আসামিরা বাদীর দোকানে এসে ফের চাঁদাদাবি করে। টাকা না দেয়ার জোর করে দোকানে থাকা দেড় লাখ টাকা লুট করে ও একটি শোকেজ নিয়ে যায়। যাওয়ার সময় খুন জখমের হুমকি দেয়। বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button