Uncategorized

ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ | দেশ রূপান্তর

আজ রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯ ভাদ্র ১৪৩০, ১৭ সফর ১৪৪৫। আজ দুই বাংলার দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখা মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন কিংবদন্তি এ অভিনেতা। আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। সিনেমায় এসে নিজের নাম পাল্টে রাখেন উত্তম কুমার।


রাজনৈতিক কর্মসূচি

‘রোহিঙ্গা ক্রাইসিস অ্যান্ড রোহিঙ্গা স্ট্র্যাটেজি’ শিরোনামে সেমিনার আয়োজন করেছে বিএনপি। বিকেল ৪টায় গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মুল প্রবন্ধ উপস্থাপন করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।


আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকান বন্ধ

যে সব দোকান-পাট বন্ধ থাকবে

আগারগাঁও, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

যে সব মার্কেট বন্ধ থাকবে

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।


স্মরণ

জন্ম: আজ দুই বাংলার দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখা মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন কিংবদন্তি এ অভিনেতা। আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। সিনেমায় এসে নিজের নাম পাল্টে রাখেন উত্তম কুমার।

মৃত্যু: ১৯৬৯ সালের আজকের এই দিনে মারা যান ভিয়েতনামের বিপ্লবী জননেতা হো-চি-মিন। তিনি ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী। তিনি ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী (১৯৪৬–১৯৫৫) এবং রাষ্ট্রপতির (১৯৪৫–১৯৬৯) পদে আসীন ছিলেন। তিনি একজন মার্কসবাদী-লেনিনবাদী ছিলেন। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি আমৃত্যু ভিয়েত কং-এর নেতৃত্ব দান করেন। তিনি ভিয়েতনামের ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান এবং ফার্স্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন।


কোন হলে কোন সিনেমা

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা: ১৯৭১ সেই সব দিন, বারবি, ব্লু বিটেল, গ্রান তুরিসমো, এমআর-৯, মেগ২: দ্যা ট্রেঞ্চ, মিশন ইম্পসিবল – ডেড রকেনিং পার্ট ওয়ান, ওপেনহেইমার এবং প্রহেলিকা (2D)।

স্টার সিনেপ্লেক্স সিমান্ত সম্ভার: বারবি, গ্রান তুরিসমো, ইনসাইডিয়াস: দ্য রেড ডোর, কিসিকা ভাই কিসিকা জান এবং মেগ২: দ্যা ট্রেঞ্চ।

স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার: বারবি, ব্লু বিটেল, গ্রান তুরিসমো, মেগ২: দ্যা ট্রেঞ্চ, ওপেনহেইমার।

স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার: গ্রান তুরিসমো, ইনসাইডিয়াস: দ্য রেড ডোর, কিসিকা ভাই কিসিকা জান, এমআর-৯ এবং মেগ২: দ্যা ট্রেঞ্চ।

স্টার সিনেপ্লেক্স বিজয় সরণি: এখানে চলছে ১৯৭১ সেই সব দিন এবং গ্রান তুরিসমো।

স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড (চট্টগ্রাম): বারবি, ব্লু বিটেল, গ্রান তুরিসমো ইনসাইডিয়াস: দ্য রেড ডোর এবং মেগ২: দ্যা ট্রেঞ্চ।

স্টার সিনেপ্লেক্স (রাজশাহী): গ্রান তুরিসমো এবং প্রহেলিকা।

ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক): ব্লকবাস্টার সিনেমা হলে চলছে— ১৯৭১ সেই সব দিন, বারবি, মিশন ইমপসিবল ডেড রেকনিং, প্রহেলিকা, প্রিয়তমা, সুড়ঙ্গ, এমআর-৯: ডু অর ডাই (বাংলা) , গ্রান তুরিসমো, এমআর-৯: ডু অর ডাই, ব্লু বিটেল, কিসিকা ভাই কিসিকা জান।


আজকের খেলা

বাংলাদেশ-আফগানিস্তান

বিকেল সাড়ে ৩টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ইউএস ওপেন

৩য় ও ৪র্থ রাউন্ড

ভোর ৫টা ও রাত ৯টা,

সনি টেন ২ ও ৫

৩য় টি-টোয়েন্টি

দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া

সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

লিভারপুল-অ্যাস্টন ভিলা

সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

আর্সেনাল-ম্যান ইউনাইটেড

রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

৩য় টি-টোয়েন্টি

ইংল্যান্ড-নিউজিল্যান্ড

সন্ধ্যা ৭-৩০ মি., সনি স্পোর্টস ১

লা লিগা

আতলেতিকো-সেভিয়া

রাত ১০-৩০ মি., র‌্যাবিটহোল ও স্পোর্টস ১৮-১

ওসাসুনা-বার্সেলোনা

রাত ১টা, র‌্যাবিটহোল ও স্পোর্টস ১৮-১

ফ্রেঞ্চ লিগ আঁ

লিওঁ-পিএসজি

রাত ১২-৪৫ মি., র‌্যাবিটহোল

সিরি আ

এম্পোলি-জুভেন্টাস

রাত ১২-৪৫ মি., র‌্যাবিটহোল


আজকের নামাজের সময়সূচি

ফজর- ৪:২৪ মিনিট

জোহর – ১২:০১ মিনিট

আসর- ৪:২৮ মিনিট

মাগরিব- ৬:১৭ মিনিট

এশা- ৭:৩২ মিনিট

আগামীকাল ফজর- ৪:২৫ মিনিট

আজ সূর্যাস্ত- ৬:১৩ মিনিট

আজ সূর্যোদয়- ৫:৪১ মিনিট


ইতিহাসের এই দিনে

১৬৫৮ সালে রিচার্ড ক্রমওয়েল ইংল্যান্ডের লর্ড প্রোটেকটর হন। ১৭৫২ সালে ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের জায়গায় জর্জীয় ক্যালেন্ডার প্রবর্তিত হয়। ফলে ৩ সেপ্টেম্বর ১৪ সেপ্টেম্বর হয়। ১৭৮৩ সালে গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়। ১৮১৪ সালে আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন। ১৮৫৯ সালে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।

১৮৬৬ সালে জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। ১৮৭৫ সালে আর্জেন্টিনায় প্রথম পোলো খেলা অনুষ্ঠিত হয়। ১৯১৮ সালে চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় আমেরিকা। ১৯১৮ সালে ঐতিহাসিক দামেস্ক শহর বৃটিশ সেনারা দখল করে নেয়। ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালি মিত্র বাহিনীর সাথে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আত্মসমর্পণ করে। ১৯৪৪ সালে আনে ফ্যাঙ্ক ও তার পরিবারকে ওয়েস্টারব্রক থেকে কুখ্যাত আউসভিচ কনসেনটেশন ক্যাম্পের উদ্দেশে ট্রেনে তোলা হয়। ১৯৫৫ সালে গাজায় জাতিসংঘের যুদ্ধবিরতি মেনে নেয় ইসরায়েল।

১৯৬৪ সালে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি হয়। ১৯৭১ সালে কাতার বৃটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে। ১৯৭৬ সালে ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়। ১৯৮৭ সালে বুরুন্ডিতে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট জ্যা বাপতিস্তা বাগাজেকে উৎখাত করা হয়। ২০০৭ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button