Uncategorized

রাজধানীর শ্যামপুরে অবৈধ দখল থেকে ২৮ কোটি টাকার স

মোঃ রিপন হাওলাদার

রাজধানীর শ্যামপুর কদমতলী মৌজায় ২৮ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।

ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে ঢাকার শ্যমপুরে সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২ সেপ্টেম্বর ২৩ ইং) মতিঝিল রাজস্ব সার্কেলের আওতাধীন দনিয়া ভূমি অফিসের অন্তর্গত কদমতলী মৌজার শ্যামপুর বড়ইতলায় (বড়ইতলা রেলগেটের পাশে) সিটি ১নং খাস খতিয়ানের ৭৫৬ ও ৭৫৭ নং দাগে মোট ৬৩.০৪ শতাংশের এই জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জমির আনুমানিক বাজার মূল্য ২৮ কোটি টাকা। উদ্ধার অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান।

এ সময় খাসজমি উদ্ধার করে ঢাকার জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মিরপুর সার্ভেয়ার, দনিয়া ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা-কর্মচারীরা।

অবৈধ দখলে থাকা পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন অভিযানস্থলে উপস্থিত ছিলেন। সরকারি খাসজমি রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আর/এইচ/ সরে



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button