Uncategorized

মধ্য বয়সী মহিলাদের প্রতি কম বয়সী পুরুষরা বা অপ্রাপ্ত বয়স্ক ছেলে রা বেশি আকর্ষণ অনুভব করে কেন? | দৈনিক দেশের সংবাদ

কম বয়সী মহিলারা বা অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা মধ্য বয়সী পুরুষদের প্রতি আকর্ষিত হয় সেটা সবাই জানে। আমাদের সমাজে ভুরি ভুরি এই রকম উদাহরণ আছে। কিন্তু যে জিনিষ টা তলে তলে ছিলো সেটা হলো মধ্য বয়সী মহিলাদের প্রতি কম বয়সী পুরুষরা বা অপ্রাপ্ত বয়স্ক ছেলে রা বেশি আকর্ষণ অনুভব করা। একজন ছেলে যখন কৈশোরে পা দেয় তখন সে তার আসে পাশের কাকিমা বৌদি দের প্রতি বেশি আকৃষ্ট হয়। আমরা এই পুরো ব্যাপারটার ব্যাখ্যা দি যৌণ বাসনা দিয়ে। কিন্তু এর ব্যাখা এত সোজা নয়।

একটু বোজা যাক এর পিছনে কি কি কারণ কাজ করে।

  • নিশ্চয়তা অনুভবঃ এই বয়সের নারীরা সাধারনত বিবাহিত হয়ে থাকেন। তাদের সঙ্গে সম্পর্কে জড়াতে পারলে বিবাহ করার ঝুঁকি খুবই কম থাকবে, এই চিন্তা থেকে ছেলেরা এক ধরনের নিশ্চয়তা অনুভব করে।
  • নারীর প্রতি নেতিবাচক মনোভাবঃ এই বয়সী নারীদের সঙ্গে ”কোনরূপ সম্পর্ক” করতে পারলে সেটাকে সহজেই যৌন সম্পর্কে রূপান্তর করা যাবে, এরূপ একটা নেতিবাচক ভাবনা থেকে অল্প বয়সী ছেলেরা তাদের প্রতি আকর্ষণ অনুভব করে। বিশেষ করে যে নারীদের স্বামী দূরের কোনো স্থানে অবস্থান করে তাদের প্রতি এই নেতিবাচক ধারণা আরো তীব্র হয়।
  • মনস্তাত্ত্বিক বিষয়ঃ সহজ পুরুষ প্রবৃত্তি অপেক্ষাকৃত মেদবহুল স্ফীত কোমর, স্তন এগুলোতে তীব্র যৌন আকাঙ্ক্ষা অনুভব করে। সমবয়সী মেয়েদের চেয়ে বিবাহিত মধ্যবয়সী নারী এক্ষেত্রে বেশ এগিয়ে থাকে।
  • সহজ যোগাযোগঃ আমাদের সাধারণ সমাজে একজন মধ্যবয়স্ক বিবাহিত নারীর সঙ্গে যত সহজে কথোপকথন আলাপচারিতা করা যায়, একজন অবিবাহিত কুমারী নারীর সঙ্গে কত সহজে কথাবার্তা বলা যায় না। এই সহজ কমিউনিকেশন তাদেরকে একটা ফ্যান্টাসিতে নিয়ে যায়।
  • ইনবিল্ট শব্দ ও মগজ ধোলাইঃ আমাদের সমাজে “ভাবি” “বৌদি” শব্দগুলো এমনভাবে বিবর্তিত হয়েছে, যেন তাদের সঙ্গে রঙ্গ-রস, হাসি-তামাশা মজার চটুল কৌতুক, অনাকাঙ্ক্ষিত স্পর্শ এগুলো করা যায়। বাল্যকাল থেকেই নানাবিধ সামাজিক ওরিয়েন্টেশনে এই ধারণাগুলো মগজস্থ হয়। ফলে ছেলেদের মধ্যে ভাবি/ বৌদিদের প্রতি তীব্র আকর্ষণ সৃষ্টি হয়।
  • তীব্র যৌন আকাঙ্ক্ষাঃ কৈশোর উত্তীর্ণ এই বয়সী যুবকদের খুবই যৌন আকাঙ্ক্ষা থাকে। তারা বিপরীত লিঙ্গের প্রতি খুবই আকর্ষণ অনুভব করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button