Uncategorized

হালান্ডের হ্যাটট্রিকে সিটির বড় জয়, হেরেছে চেলসি

স্পোর্টস ডেস্ক

সদ্যই উয়েফার সেরা খেলোয়াড়ের পুরষ্কার পকেটে তুলেছেন এর্লিং হালান্ড। তারপরের ম্যাচেই ঘরের মাঠে হ্যাটট্রিক করে জানান দিলেন এই মৌসুমেও চলবে হালান্ড জাদু। ফুলহামের বিপক্ষে প্রথমে হুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করালেন। এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে করলেন হ্যাটট্রিক। তাতেই ম্যানচেস্টার সিটি জয় পেল ৫-১ গোলের ব্যবধানে। অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে চেলসি।

মৌসুমের প্রথম হ্যাটট্রিকের জন্য বেশিদিন অপেক্ষা করতে হলো না এর্লিং হালান্ডকে। সব প্রতিযোগিতা মিলিয়ে ষষ্ঠ ম্যাচে এসেই পেয়ে গেলেন সেই স্বাদ। তার দুর্দান্ত পারফরম্যান্সে ফুলহ্যামকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। ধারাবাহিকতা বজায় রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা পেল টানা চতুর্থ জয়ের দেখা।

শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৫-১ ব্যবধানে জিতেছে সিটিজেনরা। প্রথমার্ধে হুলিয়ান আলভারেজের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সফরকারীদের সমতায় ফেরান টিম রিম। বিরতির ঠিক আগে স্বাগতিকরা লিড পুনরুদ্ধার করে নাথান আকের সুবাদে। দ্বিতীয়ার্ধ নিজের করে নেন সিটির তরুণ নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড। একে একে তিনবার জাল খুঁজে নেন তিনি।

এবারের আসরে ২৩ বছর বয়সী হালান্ডের এটি ষষ্ঠ গোল। অনুমিতভাবেই তিনি আছেন গোলদাতাদের তালিকায় সবার উপরে। গত মৌসুমে ৩৫ ম্যাচে ৩৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন তিনি। প্রিমিয়ার লিগের এক মৌসুমে এত গোল করার রেকর্ড নেই আর কারও।

প্রিমিয়ার লিগে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট অর্জন করেছে ম্যান সিটি। তারা ধরে রেখেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান। সমান ম্যাচে ফুলহ্যামের পয়েন্ট ৪। তাদের অবস্থান পয়েন্ট তালিকার ১৩ নম্বরে।

বিস্তারিত আসছে…

সারাবাংলা/এসএস



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button