Uncategorized

ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ, র‍্যাগিংয়ে কঠোর কর্তৃপক্ষ | বাংলাদেশ প্রতিদিন

২ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৪

ইবি প্রতিনিধি:

ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ, র‍্যাগিংয়ে কঠোর কর্তৃপক্ষ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আজ। প্রত্যেক বিভাগ নিজ উদ্যোগে ওরিয়েন্টশন অনুষ্ঠান করবেন। পরে কেন্দ্রীয়ভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ক্যাম্পাসে র‍্যাগিং নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্যাম্পাসে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ র‍্যাগিংয়ের মতো কাজে জড়িত থাকে তাহলে তার ছাত্রত্ব বাতিলও হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আজ থেকে প্রথমবর্ষের ক্লাস শুরু হবে। আমরা র‍্যাগিং প্রতিরোধে কাজ করছি। সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া র‍্যাগিং সচেতনতায় মাইকিং করা হবে।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘আমাদের পরিবারের ভুবনে আগন্তুক নবীন শিক্ষার্থীদের স্বাগতম। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হবে। এই পরিবেশটা আমরা সম্মিলিতভাবে নিশ্চিত করব। দেশটাই এই জেনারশনের হাতে। তাদের এই মনোভঙ্গিতে নিজেকে গড়ে তুলে প্রত্যেককে দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে হবে।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button