
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে রংপুর পৌঁছেছেন।
বুধবার দুপুর ১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার রংপুর সেনানিবাসে অবতরণের পর সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি রংপুর বিভাগীয় সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
তিনি বিকেল ৩টার দিকে রংপুর জিলা স্কুলে মহাসমাবেশে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, যা আওয়ামী নেতৃবৃন্দের মতে জেলার সর্বস্তরের ১০ লাখ মানুষের অংশগ্রহণে সবচেয়ে বড় সমাবেশ হবে।
ঢাকা ও রাজশাহীর কর্মীরা নৌকা আকৃতির একটি বিশাল মঞ্চ নির্মাণ করেন যেখানে ৩০০ নেতা-কর্মী একসাথে বসতে পারেন।
পরে আওয়ামী লীগ সভানেত্রী রংপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশাল জনসভায় ভাষণ দেবেন।
২০১৮ সালের ২৩ ডিসেম্বর পীরগঞ্জ ও তারাগঞ্জ সফরের পর প্রায় পাঁচ বছর পর রংপুর জেলায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে কয়েক দিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সাজসজ্জা ও আলোকসজ্জায় পুরো রংপুর নতুন চেহারা ধারণ করেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নগরীর সড়কগুলোও সাজানো হয়েছে।
জাতির জনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টারে বেশিরভাগ উঁচু দালান, গুরুত্বপূর্ণ সড়ক, গোলচত্বর এবং দেয়ালে রঙিন ব্যানার ও ফেস্টুন দেখা যাচ্ছে এবং সড়কে তোরণ ও স্বাগত গেট স্থাপন করা হয়েছে।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো আজকের সমাবেশকে রংপুরের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশে পরিণত করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এর পক্ষে শক্তি ও জনসমর্থন প্রদর্শনে আন্তরিক।
সূত্র : ইউএনবি