Uncategorized

মাল্টার ফলন ভালো হলেও দামে চাষিরা হতাশ | Suprobhat Bangladesh

মিন্টু মারমা, মানিকছড়ি (খাগড়াছড়ি)

পাহাড়ের মাটিতে লেবু জাতীয় ফল মিষ্টি মাল্টা চাষে আশানুরূপ ফল হলেও বাজার দর কম হওয়ায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মাল্টা চাষিরা হতাশ। এখানে চলতি মৌসুমে ৬০ হেক্টরে মাল্টা চাষ হলেও ফলন হয়েছে ১৫ হেক্টর জমিতে। হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা সাড়ে ৭ মেট্রিকটন। বর্তমানে বাজারমূল্য ১৬০০ টাকা মণ। এতে প্রান্তিক চাষিরা হতাশ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার অর্ধশত প্রান্তিক চাষি মোট ৬০ হেক্টর জমিতে লেবু জাতীয় এই মিষ্টি মাল্টা-বারি-১ সৃজন করেছে। এর মধ্যে এই মৌসুমে ফল ধরেছে ১৫ হেক্টর বাগানে। এতে কৃষিবিদেরা উৎপাদন লক্ষ্য মাত্রা স্থির করেছে ১১২.৫০ মেট্রিক টন। সম্প্রতি কুমারী, বড়টিলা কাটাবন, তিনটহরী ও বড়ইতলী এলাকা ঘুরে দেখা গেছে, পাহাড়ের ঢালু ও সমতলে লেবু জাতীয় বারি-১ মাল্টা গাছের সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় মাল্টার বাহার। এ সময় কথা হয় কুমারী বড়টিলার লনি মিয়ার সাথে। তিনি জানান, ৮০ শতক টিলায় সৃজিত বারি-১ মাল্টার ২০০ গাছে এবার প্রচুর মাল্টা ধরেছে। যদিও এখনও ফল হৃষ্টপুষ্ট হয়নি। তারপরও আগে-ভাগে বাজার দর ভালো হওয়ার আশায় গত মঙ্গলবার উপজেলার বড় ও পাইকারী বাজার তিনটহরী নিয়েছিলাম। মণ ১৬০০ টাকায় বিক্রি করতে হয়েছে। এত কম দামে ফল বিক্রি করলে আশা নিরাশায় রূপ নিবে। দর বৃদ্ধি না পেলে কষ্ট সার্থক হবে না। মণ ২০০০ টাকা বিক্রি করলে লাভবান হওয়া সম্ভব।
বড়ইতলীর আরেক সফল চাষি মো. আবুল কালাম জানান, পাহাড়ের মাটির গুণাগুণে ফল খুব মিষ্টি হয়। কিন্তু এখানকার ভোক্তারা (ক্রেতা) সবুজ মাল্টায় আকৃষ্ট না হয়ে বাজারের হলদে মাল্টা ৩২০ টাকা কেজি কিনে খেতে লাইন ধরে!
পূর্ব তিনটহরীর মো. শাহাদাৎ হোসেন বলেন, মাল্টা গাছে এবার ভাল ফলন হয়েছে। তবে শুরুতে যে বাজারমূল্য, এতে ভয় লাগছে। দাম বৃদ্ধি না হলে লাভও কম হবে।
তিনটহরী, কুমারী ও বড়ডলু কৃষি ব্লকের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ এই প্রতিববেদককে বলেন, পাহাড়ের টিলার মাটি লেবু জাতীয় ফল চাষের উপযোগী। এখানকার বারি-১ মাল্টা খুব মিষ্টি ও রসালো। দিন দিন মাল্টা চাষ বাড়লেও বাজার দর কেন যেন বাড়ছে না? মূলত স্থানীয়রা সবুজ মাল্টা কিনতে চায় না। তারা সমতলের হলুদ কালারের মাল্টায় ঝুঁকে!
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, পাহাড়ে লেবু জাতীয় ফল-ফলাদি চাষাবাদ ও ফলন ভালো হয় এবং এখানকার মাল্টা স্বাদে ও গুণে অতুলনীয়। আমরা লেবু জাতীয় এসব ফল চাষে সব সময় প্রান্তিক কৃষকদের প্রণোদনাসহ চাষাবাদে পরামর্শ দিয়ে থাকি। স্থানীয়রা সবুজ ও নির্ভেজাল মাল্টা খাওয়ায় ঝুঁকলে চাষিরা লাভবান হবে এবং এতে মাল্টা চাষে আরও আগ্রহী হবে।

পূর্ববর্তী নিবন্ধনারীর ওভারিয়ান ক্যানসারের লক্ষণ কী কী?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button