Uncategorized

দেশকে কেউ অপমান করলে সহ্য করব না আইনমন্ত্রী।

সজল আহমদ খান, কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তিনি (ইউনূস) গ্রামীণফোনের লাইসেন্স নিয়ে ব্যবসা করেছেন, কর ফাঁকি দিয়েছেন, শ্রমিকের টাকা আত্মসাৎ করেছেন। শ্রমিকরা ও দুদক তাঁর বিরুদ্ধে মামলা করেছে। বিশ্বের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি থেকে বিবৃতি এনে তিনি দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। বাংলাদেশকে কেউ অপমান করলে আমরা সহ্য করব না। সবাইকে আইন মেনে চলতে

হবে।
শুক্রবার দুপুরে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কুটি ইউনিয়নের ৫২ ভূমিহীন ও গৃহহীনের মধ্যে ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জাজিয়ারা মহাশ্মশান মাঠে এ সভার আয়োজন করা হয় ।
আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার কার্যক্রম আমরা ইচ্ছে করলে বিশেষ আদালতে বিচার করতে পারতাম। যেভাবে সাধারণ মানুষের বিচার হয়, বঙ্গবন্ধু হত্যার বিচারও সেভাবে করেছি। রাষ্ট্র কোনো পক্ষপাতিত্ব করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার জন্মদিনে কেক না কেটে শিশু দিবস পালন করে অনাথ-এতিম শিশুদের মুখে খাবার তুলে দিয়েছেন। গৃহহীনদের ঘর উপহার দিয়েছেন। ‘
তিনি বলেন, বর্তমানে দেশে মাত্র ৩০ হাজার মানুষ গৃহহীন আছে। তাদেরও ঘর দেওয়া হবে। এ সরকার সাধারণ মানুষের জন্য কাজ করে।

প্রধানমন্ত্রী দেশের টাকায় পদ্মা সেতু তৈরি করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের টাকা আমরা নেইনি তাদের ষড়যন্ত্রের কারণে। তারা সেতু নির্মাণের আগেই দুর্নীতির অপবাদ দিয়েছিল। অথচ কানাডা হাইকোর্ট এক রায়ে বলেছেন পদ্মা সেতু নির্মাণ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মো. আজহারুল ইসলাম প্রমুখ।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button