
ডিএমপি নিউজ : রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে দুইটি সিএনজিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ পলাশ ফরাজী ও মোঃ আবুল কালাম আজাদ।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী ডিএমপি নিউজকে জানান, শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে হাতিরঝিলের মগবাজার অফিসার্স কলোনী (টিএন্ডটি) এর সামনে অভিযান চালিয়ে দুইটি সিএনজিসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সিএনজি চালিত অটোরিক্সার বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী আরো বলেন, গ্রেফতারকৃতরা এসব সিএনজি চালিত অটোরিক্সা রাজধানীসহ ঢাকার আশপাশ এলাকা থেকে চুরি করে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সিএনজি মালিকদের সাথে ফোনের মাধ্যমে বড় অঙ্কের টাকা দাবি করে। মালিক তাদের দাবিতে রাজী হলে একটি নির্দিষ্ট স্থানে সিএনজিটি রেখে চলে যায়। সিএনজি মালিক দফারফায় না আসলে সিএনজিটি সংঘবদ্ধ চোর চক্রের নিকট বিক্রয় করে দেয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।