Uncategorized

ডেঙ্গুতে আরও ২১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৫২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৬১৮ জন মারা গেলেন। একই সময়ে আরও ২ হাজার ৩৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৮২ জন ঢাকার। আর ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন।

শনিবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। এতে করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

চলতি বছর ঢাকায় এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৫৯২ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশে ২০০০ সালে প্রথম ডেঙ্গু রোগীর তথ্য সংরক্ষণ শুরু হয়। সে বছর ৯৩ জন ডেঙ্গুতে মারা যান, শনাক্ত হয়েছিলেন ৫ হাজার ৫৫১ জন।

The post ডেঙ্গুতে আরও ২১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৫২ appeared first on Bhorer Kagoj.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button